তালতলীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
|
![]() বরগুনা প্রতিনিধি :- ‘মুজিব বর্ষের অঙ্গীকার, নিরাপদ সবজি উপহার’ এই প্রতিপাদ্য নিয়ে বরগুনার তালতলী উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায়, পুষ্টি চাহিদা পূরণের জন্য কৃষকদের বিভিন্ন জাতের সবজির বীজ, সাইনবোর্ড ও রক্ষণাবেক্ষণের জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে নগদ ১ হাজার ৯৩৫ টাকা করে বিতরণ করা হয়। এছাড়াও এ অনুষ্ঠানে বরিশালের কৃষি উন্নয়ন প্রকল্পের সেরা ৫ প্রদর্শনী চাষীকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি উল কবির, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এবছর তালতলীতে আউশ ধান উৎপাদনের পাশাপাশি সবজি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এবং উপজেলা কৃষি অফিসারের নিজস্ব উদ্যোগে২ হাজার কৃষককে লবণাক্ত মাটিতে ফসল চাষাবাদের প্রশিক্ষণ দিয়েছন। প্রশিক্ষণের জন্য কৃষকরা সফলভাবে ফসল ফলাতে পারবে, এবং ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে। তাই এক ইঞ্চি জমি ও অনাবাদি না রাখার জন্য অনুরোধ করা হয়।
|