গৃহবধু নির্যাতনের মামলায় শিক্ষক স্বামী গ্রেফতার
|
![]() বরগুনা প্রতিনিধি :- বরগুনার তালতলীতে গৃহবধুকে নির্যাতনের ঘটনায়, অভিযুক্ত শিক্ষক স্বামী মাহাতাবকে, গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ। সোমবার ২৯ জুন রাতে , তালতলী থানা পুুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় বাকি দুই আসামি কে, গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। জানাগেছে শিক্ষক মাহাতাব গত ২১ জুন, যৌতুকের কারণে, স্ত্রী আয়শাকে পাশবিক নির্যাতন করে।ব্যটারির এসিড নিক্ষেপ করে, এ সময় নির্যাতনের সহয়তা করেন মোশারেফ তালুকদার, মোঃ নাসিম। নির্যাতনের খবর পেয়ে তালতলী থানার উপ পরিদর্শক এস আই আলী হোসেন, ঘটনা স্থানে গিয়ে মেয়ে টিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এরপরে চিকিৎসা শেষে গত ২৮ জুন, স্ত্রী আয়শা বাদী হয়ে। যৌতুক ও নারী নির্যাতন আইনে,তিনজনকে আসামী করে, তালতলী থানায় মামলা দায়ের করেন। এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন,( ২৮ জুন) আয়শা বেগম বাদী হয়ে। যৌতুক নারী ও শিশু নির্যাতন আইনে তিন জন কে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলার মূল আসামী মাহাতাবকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। এ মামলার বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। নারী সহিংসতা নিয়ে কাজ করা, সমাজ সেবী সংগঠন জাগো নারীর আক্তার জাহান লাভলী বলেন, মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক। শিক্ষক হয়ে যদি যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে, তা হলে ঐ শিক্ষকের কাছ থেকে বাচ্চারা কি শিক্ষা নিবে? সমাজ কি শিক্ষা নিবে? এ বিষয়টি খুবই দুঃখ জনক। তাই ঘটনার সুষ্ঠু বিচারের আশা করছেন তিনি।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |