বরিশালে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারি, হাসপাতালে আনছার
|
![]() স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি কর্পোরেশন এর ২৬ নং ওয়ার্ড এর কৃষ্ণচুড়া এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহ জাহানের ছেলে পারভেজ লাঠি নিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার মৃত আসমত আলী হাওলাদারের পুত্র আনসার ও তার স্ত্রীকে। পরে এলাকাবাসী আনসারকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত আনসার হাওলাদার এর স্ত্রী জানায়, সকালে আমাদের পালিত ছাগলে কবরস্থানের একটি আমড়া গাছের ছাল খাওয়ার অপরাধে ছাগলের মালিক আনসার হাওলাদারের সাথে চাচাতো ভাই শাহ জাহান হাওলাদারের ছেলে পারভেজের সাথে কথা কাটাকাটা হয়। এসময় পারভেজ ও তার বাবা এবং মা লাঠি দিয়ে পিটিয়ে আনসারকে গুরুতর আহত করে। মাদকাসক্ত পারভেজ আনসারের ঘরে গিয়ে আনসার ও তার স্ত্রীকে মারধর করে। পরে এলাকার লোকজন আসলে পারভেজ পালিয়ে যায়। আহত অবস্থায় আনসারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আনসার জানায়, আমার সাথে থাকা দোকানের ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় পারভেজ। আমার স্ত্রী গর্ববতী, তাকেও মারধর করে পারভেজ। এ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানায় আনসার।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |