পঞ্চগড়ের বোদায় কৃষক মাঠ স্কুলের উদ্বোধন
|
![]() মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসের মাধ্যমে আমাদের দেশে প্রকট আকার ধারন করেছে। এ থেকে বাচতে হলে সচেতনতা জরুরী। সেই সাথে অর্থনৈতিক সংকট মোকাবেলায় কৃষি খাতকে শক্তিশালী করতে ইতোমধ্যে সরকার নানান উদ্দ্যোগ নিয়েছে এবং প্রান্তিক কৃষকদের চাষাবাদে উপযুক্ত জ্ঞান প্রদান করছে। একই সাথে কৃষকদের করোনা থেকে বাচতে সচেতনতাও সৃষ্টি করেছেন বিভিন্নভাবে। এই লক্ষে সোমবার (২৯ জুন) দূুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ফুলতলা দাড়ির পাড় গ্রামে উপজেলা কৃষি অফিস “কৃষক মাঠ স্কুলের” উদ্বোধন করে। এই স্কুলের মাধ্যমে ১১ মাস ব্যাপি ৪৭টি ক্লাসের মাধ্যমে কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫ জন মহিলা ও ২৫ জন পুরুষ নিয়ে গঠিত ৫০ সদস্যের একটি কৃষক তৈরি করে প্রাথমিকভাবে কৃষি বিষয়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ দিয়েছে বোদা উপজেলা কৃষি অফিস। প্রশিক্ষণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ রিফাত কোবির, আরো উপস্থিত ছিলেন কৃষি সহায়তাকারী ইসাহাক খন্দকার ও হাসিনা বেগম। বিশেষ অতিথি বলেন, কৃষি খাতের কোন বিকল্প নেই। সঠিক সময় সঠিক পদক্ষেপ ও ভালো এবং উন্নত মানের বীজ সঠিকভাবে প্রয়োগ করলে কৃষকরা লাভবান হতে পারবেন। ভালো ফসল পেতে হলে উন্নত জাতের বীজ বপন করার পাশাপশি জৈব সার তৈরি করার পদ্ধতি অবলম্বন করতে হবে। গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছ চাষ বিষয়েও পরামর্শ দেন তিনি।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |