করোনা ঝুঁকির আশঙ্কা গৌরনদী
|
![]() গৌরনদী প্রতিনিধি :- স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাপের কথা বলে স্থানীয় প্রশাসনের ঘোষিত রেড জোনের বাসিন্দারা কোন বাঁধা ছাড়াই অবাধে ইয়োলো জোনে যাতায়াত করায় ক্রমেই করোনা ঝুঁকিরমধ্যে পরেছে সড়কপথে বরিশাল জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলা। করোনাভাইরাস প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলার সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ জানান, গত ১৮ জুন থেকে স্থানীয় প্রশাসনের ঘোষিত ইয়োলো জোন গৌরনদীতে শনিবার রাত পর্যন্ত প্রায় পাঁচশ’ ব্যক্তির নমুনা পরীক্ষার মাধ্যমে সর্বমোট ৫৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ জন ও মৃত্যুবরন করেছেন দুইজন। সূত্রমতে, ইয়োলো জোন গৌরনদীর পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলাকে ওই এলাকার প্রশাসন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাপের কথা বলে রেড জোন হিসেবে ঘোষণা করেছেন।
|