সদরঘাটের কাছে শ্যামবাজারে লঞ্চ ডুবি, প্রধানমন্ত্রীর শোক
প্রকাশ: ২৯ জুন, ২০২০, ৮:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
মোহাম্মদ মাহমুদুল হাসান | ঢাকা |
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লঞ্চডুবিতে শোক জানিয়েছেন।এমনকি সার্বক্ষনিক খোজ রাখছেন প্রধানমন্ত্রী। ঢাকার শ্যামবাজারে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি। মর্নিং বার্ড লঞ্চটিকে ময়ূর-২ ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। সকালে নারায়নগঞ্জ থেকে লঞ্চটি ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্য। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী ও কোস্টগার্ড। ডুবন্ত লঞ্চের অবস্থান সনাক্ত করেছে উদ্ধারকারীরা। এ পর্যন্ত ৩৩ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ময়ূর-২ লঞ্চটি জব্দ করা হয়েছে,লঞ্চটির মাস্টার পলাতক।