তালতলী ইসলামিয়া বেকারীর পাউরুটি উৎপাদনের আগেই বাজারে
|
![]() বরগুনা প্রতিনিধি :- বরগুনার তালতলী উপজেলার, বিভিন্ন চায়ের দোকান ও মিষ্টির দোকানে, ইসলামিয়া ফুডস এর রুটির গায়ে স্পষ্ট উল্লেখ রয়েছে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। প্রকৃতপক্ষে যার কোনো ভিত্তিতে নেই। প্রশাসনের চোখ ফাঁকি দিতেই মনগড়া একটি তারিখ বসানো হয়েছে। বাস্তবতা এটাই যা সম্পূর্ণরূপে ভোক্তাদের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়! তার জলন্ত প্রমাণ উৎপাদন তারিখের আগেই বাজারে এসে পড়েছে এই রুটি ! পণ্যের গায়ে উৎপাদনের তারিখ উল্লেখ করা আছে ২৯.-০৬.২০। মেয়াদ উত্তীর্ণের তারিখ ০২.০৭.৩০। কিন্তু উল্লেখ করা উৎপাদনের তারিখের আগে রোববার ভোরে উপজেলার বিভিন্ন দোকানে চলে যায়। মোঃ হারুন নামের এক ক্রেতা বলেন, রোববার রাত ৯ টার দিকে মুসলিম সুইটস এন্ড খুলনা দধি ঘর দোকান থেকে তিনি একটি রুটি কিনে দেখেন, তার গায়ে উৎপাদনের তারিখ দেওয়া আছে ২৯.-০৬.২০। মেয়াদ উত্তীর্ণের তারিখ ০২.০৭.৩০। কিন্তু আজ তো(২৮ জুন) ইসলামিয়া ফুডস এর মতো জনপ্রিয় একটি কোম্পানি নিত্যপণ্য নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। ক্রেতারা না জেনে বাসি পাউরুটি খাচ্ছেন। এতে জনগণের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এ বিষয়ে ইসলামিয়া ফুডস এর মালিক মোঃ হুমায়ুন ইসলাম বলেন কম্পিউটার টাইপ করে প্রতিদিনের তারিখ বসিয়ে নিয়ে আসা হয়। কিন্তু কম্পিউটার দোকানি ভুল তারিখ বসিয়ে দিয়ে ছিল। আর কর্মচারীরা তারিখ না দেখে প্যাকেট করে বাজারজাত করে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |