তালতলীতে জাগোনারীর মানবিক সহায়তা প্রদান
|
![]() মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি,, বরগুনার তালতলী উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত৩ হাজার পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী। শনিবার ১২ সেপ্টেম্বর দুপুর ২ টায় উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩হাজার পরিবারকে সহায়তা প্রদান করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, এবং ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অক্সফাম প্রতিনিধি ইকবাল ফারুক, খাইরুল ইসলাম, সাকিবুল হাসান পাবেল। ও জাগোনারীর পরিচালক-যোগাযোগ ডিউক ইবনে আমিন প্রমুখ। জানাগেছে দা গভারমেন্ট অফ দা হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিওন এর অর্থায়নে আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফামের কারিগরি সহযোগিতা সাইক্লোন আম্ফান রেসপন্স ইন বরিশাল ডিভিশন ইন বাংলাদেশ নামক ৯০ দিনের একটি প্রকল্প দরিদ্র ও ক্ষতিগ্রস্ত৩ হাজার পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়। বিতরণকৃত সহয়তার মধ্যে রয়েছে চাল, বিভিন্ন প্রকারের ডাল,সয়াবিন তৈল, চিনি,লবণ, সাবান ডিটারজেন্ট পাউডার । ঘর সংস্কারের জন্য রয়েছে দুটি বাঁশ, হাতুড়ি ও ত্রিপল সামগ্রী রয়েছে। এছাড়াও ট্যাপ যুক্ত একটা বালতি, ন্যাপকিন, মাস্ক ইত্যাদি। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে উপজেলার পচাকোড়ালিয়া বড়বগী ও সোনাকাটা ইউনিয়নে টোটাল ৩ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
|