রাজীবপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
|
![]() রাইসুল ইসলাম ফুল রাজিবপুর কুড়িগ্রামঃ দীর্ঘ ছয় মাস হল দেশে করোনা পরিস্থিতি বিরাজমান তাই সবকিছু আগের অবস্থায় ফিরে আসতে রাজিবপুরে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ফুটবল ম্যাচে জমজমাট খেলা উপভোগ করেন দর্শকবৃন্দ। খেলার মাঠে কানায় কানায় পরিপুর্ণ ছিল দর্শক। খেলায় অংশগ্রহণ করে রাজিবপুর বনাম সানন্দবাড়ী। খেলার প্রথম অংশে ০২ গোল করে সানন্দবাড়ী এবং বিরতির পরে আরো এক গোল দিয়ে বিজয় অর্জন করেন সানন্দবাড়ী। খেলায় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল হক মাস্টার (রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়), সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সাইদুর রহমান , ক্রিয়ানুরাগী মাইদুল ইসলাম মাদল প্রমুখ।ধারাভাষ্যকারে উপস্থিত ছিলেন যাদুর চর ইউনিয়ন থেকে আগত মোজাম্মেল হক সরকার, শহিদুল ইসলাম (স্বপন) ও মাসুদ রানা (রাজিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়)।রেফারির দায়িত্বে ছিলেন রোজাইন (রাজ), রাকিব ও স্বপন।
|