দুমকিতে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
|
![]() মো: জসিম উদ্দিন দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:- পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে ইশরাত জাহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়ার প্রত্যন্ত গ্রামে দুর্ঘটনাটি ঘটে। শিশু ইশরাত জাহান উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের আব্দুল খালেক হাওলাদারের মেয়ে । পারিবারিক সুত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যার পূর্ব সময়ে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। সবার অগোচরে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে নাপেয়ে অনেক খোঁজাখুঁজির পরে রাত সাড়ে ৭টায় পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকালে তাকে পারিবারিক গোরেস্থানে দাফন করা হয়েছে।
|