ভাঙ্গুড়া পাটুলী পাড়া উচ্চ বিদ্যালয়ের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
|
![]() মোঃ আব্দুল আজিজ স্টাফ রির্পোটার:- পাবনার ভাঙ্গুড়ায় পাটুলী পাড়া উচ্চ বিদ্যালয়ের ৪২তম বার্ষিক ক্রীড়া—সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের খেলার মাঠে মশাল জ্বালিয়ে এ ক্রীড়া অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আসলাম আলী,সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, রমজান আলী খান, উপজেলা ভাইস—চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাফিজ রন্জু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান,সরদার আবুল কালাম আজাদ ইবনুল হাসান শাকিল,শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর হাসিনুর রহমান (বাবু),সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহ মোল্লা,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব,সাবেক পৌর ছাত্র লীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন খানসহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মকুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। ডিসপ্লে পরিচালনা করেন,দিয়ার পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বি এস সি (কৃষি) মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
|