উজিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদন্ড
|
![]() শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ২৭ ফেব্রুয়ারী উপজেলার বিভিন্ন বন্দরে তদারকিমূলক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ক্লিনিক সহ প্রাথমিক পর্যায়ে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২২০০০ (বাইশ হাজার) টাকা নগদ অর্থ দন্ড করেন তারা।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগিয় টিম প্রধান অপূর্ব অধিকারী উপ – পরিচালক ও সহকারী পরিচালক সুমী রানী মিত্র,সুফিয়া সুলতানা তাদের পক্ষ থেকে জানান যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহাদয়ের অর্পিত ক্ষমতা বলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয় এর নির্দেশনা মোতাবেক আমরা এ অভিযান পরিচালনা করে নানান রকমের অনিয়মের কারণে এখন পর্যন্ত সর্বমোট ৮টি বিভিন্ন আইটেমের ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ দন্ড করেছি।যাদের মধ্যে হারতার অতি পুরাতন বন্দরের ভাই ভাই হোটেলের খাবারের তালিকা প্রস্ত না থাকায় ১০০০/ ( এক হাজার) টাকা অর্থ দন্ড করা হয়।অপর দিকে হারতা বন্দরের উওর পাড় গ্রামীণ কল্যান স্বাস্থ্য কেন্দ্র নিয়মিত অপরিচ্ছন্নতা ও রিয়াজেন্টার ফাঁকা বোতল এবং ২৭ দিনের মেয়াদ উত্তির্ন হওয়ার কারনে নগদ ৫০০০/ পাঁচ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। সুমাইয়া ফার্মেসীকে ১০০০/ একহাজার, হাসান স্টোর ৫০০০/(পাঁচ হাজার) মনি মুক্তা স্টোর ১০০০/ এক হাজার, লোকমান স্টোর ৩০০০/ তিন হাজার,রফিক স্টোরে ৩০০০/ তিন হাজার সর্বমোট ২২০০০( বাইশ হাজার) টাকা নগদ অর্থ দন্ড করা হয়।ভোক্তা অধিকার আইন পরিচালনা টিমের উপস্থিতি টের পেয়ে হারতা বন্দরের রায় ফার্মেসী ছাড়া বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ি,ক্লিনিক ও ফার্মেসী তালাবদ্ধ করে আত্নগোপন করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান চলমান এবং অব্যাহত থাকবে বলে জানান তাদের পক্ষ থেকে।
|