গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
|
![]() মো রফিকুল ইসলাম সবুজ গৌরনদী প্রতিনিধি :- প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সোমবার সকালে উদ্ধোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম জুলফিকার হায়াত চৌধুরী সহ অন্যান্যরা। বিকেলে শ্রেষ্ঠ খামারিদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
|