ভাঙ্গুড়ায় তেলবাহী লরি ও বোরাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৬
|
![]() মোঃ আব্দুল আজিজ স্টাফ রির্পোটার :- পাবনার ভাঙ্গুড়ায় তেলবাহী লরি ও বোরাকের মুখোমুখি সংঘর্ষে আশষ্কাজনক আহত ২ পাবনার ভাঙ্গুড়ায় তেল বাহী লরির সঙ্গে অটোবোরাক মুখোমুখি সংঘর্ষ হয়ে আহত হয়েছে ৬ জন। এতে অটো বোরাকের চালক আতাউর ফকির ও যাত্রী সোহাগ নামের ২জন গুরুতর আহত হয়ে আশষ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে টেবুনিয়া-বাঘাবাড়ি রোডের পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলি পাড়ায় বাজার সংলগ্ন পাটুলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ ফিটনেস বিহীন তেলবাহী লরি ,চালক, হেলপারকে আটক করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, চাটমোহর উপজেলার বোথর গ্রাম থেকে ৪টি অটো বোরাক যোগে নব বিবাহিত মেয়ে ও জামাইকে আনার জন্য ফরিদ পুরের দিকে যাচ্ছিল। অপরদিকে বাঘাবাড়ি থেকে বড়াই গ্রামের উদ্যেশ্যে যাচ্ছিলেন তেলবাহি লরি। যাত্রার এক পর্যায়ে ঘটনা স্থলে পৌঁছালে তেলবাহি লরির চালক সারিবদ্ধভাবে অটো বোরাক গাড়ির মাঝের একটি বোরাক গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটো বোরাক গাড়িটি দুমরে মুচরে যায় এবং বোরাক গাড়ির চালক আতাউর ফকির ও যাত্রী শিশু সোহাগসহ বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আতাউর ও সোহাগের অবস্থা অশষ্কাজনক হলে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিটনেস বিহীন গাড়ি যার নং ঢাকা মেট্রো-১৪-২৫১৭,লাইন্সেস বিহীন চালক ,মোঃ ইমরান কাউসার ওরোফে তানভীর ও হেলপার, মামুন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। রাতেই পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তেলের লরি এবং অটো বোরাক উদ্ধার করা হয়েছে। পাশা পাশি লরির ড্রাইভার এবং হেলপারকেও আটক করা হয়েছে। গাড়িটি ফিটনেস বিহীন ও ড্রাইভার ড্রাইভিং লাইন্সেস এর কোনো কাগজ দেখাতে পারেন নি। এ ব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
|