উজিরপুরে জেলেদের মাঝে বৈধ মৎস্য জাল ও ছাগল বিতরণ অনুষ্ঠিত
|
![]() শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বৈধ জেলেদের মাঝে ছাগল ও জাল বিতরন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। ২০২২-২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় উজিরপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের মাঝে বৈধ-জাল ও ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ৪০ জন জেলেকে ০৮ টি গ্রুপে বৈধ জাল ও ২০ জনকে ৪০ টি ছাগল বিতরণ করা হয়েছে। এসময় ছাগল পালনের জন্য উপকারভোগীদের ২০ টি ছাগল পালনের ঘর ও খাবার বিতরণও করা হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের বাস্তবয়নে ও অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বৈধ জেলেদের উদ্দ্যেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ মূলক আলোচনা করেন তিনি।
|