কলাপাড়ায় এইম জুনিয়র বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এইম জুনিয়র (আনোয়ার উল ইসলাম জুনিয়র) বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়ানোর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. বাবুল মিয়া, পৌর মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ। এছাড়া অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে জলন্ত অগ্নি মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ ও কচিঁকাচাঁ সোনমনিদের কুঁচকাওয়াজের মাধ্যমে ক্রিয়া প্রতিযোগীতার প্রথম দিনের দ্বার উন্মোচন করা হয়। এরআগে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট্য সমাজসেবক মরহুম মো.আনোয়ার-উল-ইসলাম’র আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সাংস্কৃতিক প্রতিযোগীতা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হতে জানা যায়।
|