উজিরপুরে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব পালিত হয়েছে
|
![]() শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বিকেল ৫ টায় গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের পাঠশালার উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়েছে। পরিবর্তন, প্রগতি, আধুনিকতার মাধ্যমে সমাজ গঠনের লক্ষ্যে সংগঠন জ্ঞানের পাঠশালা আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ, ন, ম লুৎফর রহমান শিশির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা কর্মকর্তা কাজি শফিউদ্দিন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জ্ঞানের পাঠশালার উপদেষ্টা শিক্ষক রফিকুর রহমান জগলু লস্কর, শিক্ষক মিজানুর,কাজি, আফিফা আক্তার, মোঃ আরজু মিয়া, এসময়ে আরো উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক সরদার সোহেল, শিক্ষক মনিরুল ইসলাম মিথুন, মাইনুদ্দিন খান মঈন, সাদেকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রুনু বেগম। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিশু কিশোর এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।জ্ঞানের পাঠশালার সভাপতি রাইসা রহমান উর্মির সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জ্ঞানের পাঠশালার সাধারন সম্পাদক আরিফ হোসেন মোল্লা। সংগঠনের সভাপতি রাইসা রহমান উর্মি জানান জ্ঞানের পাঠশালা প্রতিষ্ঠা লগ্ন থেকে অবহেলিত জনপদে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন তাদের শিক্ষা সহায়তা প্রদান, গ্রামের শিক্ষার্থীদের স্কুল কলেজের পাঠ্যবই পাঠক্রমের মধ্য সীমাবদ্ধ থেকে পড়াশোনা করেন। কিন্তু শহরের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হতে পারে এক্ষেত্রে গ্রামের শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে পরে তাই গ্রামেও বিভিন্ন কর্মসুচি পালন করে তাদের যুগোপযোগী করে গড়ে তোলাই জ্ঞানের পাঠশালার মূল উদ্দেশ্য।সামাজিক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরুর প্রথমে কুরআন তিলাওয়াত জাতীয় দলীয় সংঙ্গীত পরিবেশন ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান এর কার্যক্রম পরিচালনা করা হয়।
|