ভোট গ্রহন শুরু জয়ে আশাবাদী হিরো আলম
|
![]()
বিশেষ প্রতিনিধিঃ বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে (১লা ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপনির্বাচনে এই দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মাঠে-ময়দানের পাশাপাশি ভার্চুয়াল জগতের প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া দেখিয়েছেন এ প্রার্থী।জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হিরো আলম। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। হিরো আলম বলেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। জনগণের প্রচুর সাড়া পাচ্ছি। আমার বাসার সামনে শত শত নেতাকর্মীর ভিড় দেখেছেন। এরা সবাই আমাকে ভালোবাসেন। আমার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এত মানুষের ভালোবাসা বিফলে যেতে পারে না। তাদের ভোটে আমি জয়ী হয়ে তাদের সেবক হতে বদ্ধপরিকর।’ উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদ থেকে বিএনপির সাত সংসদ সদস্য একযোগে পদত্যাগ করেন। এর ফলে আসনগুলো শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আগামী ১ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে। |