নিজস্ব প্রতিবেদক:- পাঁচ মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষনা করা হয়েছে।
বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী হাসান আল মাসুদ সোমবার শেষকার্যদিবসে এ রায় ঘোষনা করেছেন। দন্ডিতরা হলো, বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকার মোস্তফা চাপরাশি, ভাটারখাল এলাকার রাকিব হোসেন, সদর উপজেলার চরকাউয়া এলাকার আওলাদ হোসেন, বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার কামরুজ্জামান ও কিশোরগঞ্জের ভৈরব কালিকা প্রসাদ এলাকার মেয়ে পপি আক্তার।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২০ এপ্রিল রাতে গৌরনদীর কসবা নামক এলাকা থেকে স্পিডবোট বোঝাই করে মাদক ব্যবসায়ীরা পালরদী নদী দিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে তৎকালীন গৌরনদী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ নদীর হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় ট্রলার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দন্ডিতরা নদীতে ঝাঁপ দেয়। ওইসময় ওসি নিজেও নদীতে ঝাঁপ দিয়ে স্থানীয়দের সহায়তায় দন্ডিতদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে স্পিডবোট থেকে পুলিশ পাঁচ বস্তা ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ওইদিন গৌরনদী মডেল থানার এসআই অসীম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১১ সালের ১১ জুন গৌরনদী থানার এসআই আসাদুল হক সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ১৪ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে পাঁচজনকে দন্ড প্রদান করেন এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় দুইজনকে খালাস প্রদান করেন।
সংবাদটি পঠিত : ১৩৭
২১