উজিরপুরে কালিহাতায় বিদ্যালয় পরিদর্শনে ম্যানেজিংকমিটির নবনির্বাচিত সভাপতি
|
![]() উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মধ্য কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম রাড়ী। ২১ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় প্রথম কার্যদিবসের সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠসহ স্কুলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার স্বনামধন্য ও সকলের প্রিয়ভাজন কলম সৈনিক, সাংবাদিক নাসির শরীফ,প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান,ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যগন ও সকল শিক্ষক বৃন্দ। উল্লেখ্য মধ্য কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বামরাইল ইউনিয়ন এর কৃর্তী সন্তান মোঃ মুজাহিদুল ইসলাম রাড়ী বিনাপ্রতিদন্ধীতায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। প্রথম কার্যদিবসের সভায় স্কুল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত সভাপতি স্কুলের উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এদিকে নবনির্বাচিত সভাপতি মুজাহিদুল ইসলাম রাড়ীকে শূভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
|