দৌলতদিয়া-পাটুরিয়া চার কিলোমিটার যানজট
|
![]() সুজন খান বিশেষ প্রতিনিধি:- ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। আজ শনিবার দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী শত শত বিভিন্ন গাড়ি। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুটি রো রো (বড়) ফেরি প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি অপর একটি ইউটিলিটি (ছোট) ফেরি বিকল থাকায় এই নৌরুটে ফেরির সংকট সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহরে ছোট-বড় মোট ২১টি ফেরি রয়েছে। এর মধ্যে ১২টি রো রো (বড়), একটি কে-টাইপ (মাঝারি), ৬টি ইউটিলিটি (ছোট) এবং দুটি ডাম্প (টানা) ফেরি। সেখান থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা নামের দুটি রো রো (বড়) ফেরি প্রত্যাহার করে মাওয়ায় পাঠানো হয়েছে। অপর একটি ইউটিলিটি ফেরি বিকল হয়ে আছে। পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে ওই ফেরিটির মেরামত কাজ চলছে। গুরুত্বপূর্ণ দুটি রো রো (বড়) ফেরি প্রত্যাহার করার পাশাপাশি অপর একটি ইউটিলিটি (ছোট) ফেরি বিকল হয়ে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। আজ শনিবার নৌপথের দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী শত শত বিভিন্ন গাড়ি। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় আটকে পড়া বিভিন্ন গাড়ির চালকসহ যাত্রীসাধারণ ভোগান্তির শিকার হন। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ‘ছোট-বড় ১৮টি ফেরি সার্বক্ষণিকভাবে সচল রেখে ঘাটে আটকে থাকা গাড়িগুলো দ্রুত পারাপার করা হচ্ছে।’ |