চলন্ত কভার্ডভ্যানের পেছনে কভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত
|
![]() শ্রীপুর (গাজীপুর সদর) প্রতিনিধিঃ গাজীপুরের সদর উপজেলায় চলন্ত কভার্ড ভ্যানের পেছন অপর কভার্ডভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছে । পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। শনিবার (১৮ জুন) ভাের রাত সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ড এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক (৬০) নােয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের অলিউল্ল্যাহ্ সন্তান। মাওনা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যানের পেছনে অপর একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক শামসুল হক ঘটনা স্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এঘটনায় তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কভার্ডভ্যান দুটিকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মডিকেল কলেজ হাসপাতালে পাঠানাের প্রক্রিয়া চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
|