মির্জাগঞ্জ প্রতিনিধি,পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালী এলাকা থেকে ২৯পিছ ইয়াবা সহ মাদক কারবারী এক যুবককে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার (১৭ জুন) সকাল ৭টার সময় নিজ বাড়ী থেকে মাদক কারবারী রুবেল হাওলাদার(৩০)কে গ্রেফতার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে পশ্চিম সুবিদখালী গ্রামের নিজ বাড়ী থেকে চিহ্নিত মাদক কারবারী রুবেল হাওলাদারকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশী করে ২৯পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। আটক রুবেল হাওলাদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এছাড়াও তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলায় সে জামিনে রয়েছে।। রুবেল হাওলাদার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ শামসুল হক হাওলাদারের ছেলে।##
সংবাদটি পঠিত : ১৩৭
২৯