হিজলার ধুলখোলা ইউপি নির্বাচনে ইভিএম বিরম্বনায় ফলাফল স্থগিত, হতাশ প্রার্থীরা
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। শান্তিপূর্ণভাবে সারাদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল স্থগিত ঘোষণা করায় চেয়ারম্যান প্রার্থীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মার্কায় মাওলানা জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কায় জামাল উদ্দীন ঢালি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেন আব্দুল মজিদ সরদার। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এই ইউনিয়নের বেশিরভাগ এলাকায় দুর্গম চরের ভিতর। ইভিএমে ভোট গ্রহণ করায় দুর্ভোগ পোহাতে হয়েছে অনেক ভোটারদের। সারাদিন লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে হাতের ছাপ না মেলায় ভোট দিতে পারেনি অনেকে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অনেক মেম্বার প্রার্থীরাও। ইভিএম থেকে প্রিন্ট করা কাগজ না দিয়ে হাতের লেখা ফলাফলের কাগজ দিয়েছে মেম্বার প্রার্থীদের কাছে বলে জানা যায়। এ নিয়ে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রাকিব বলেন, আমি নির্বাচনে হেরেছি কিন্তু ইভিএমের প্রিন্ট করা কাগজ হাতে পায়নি। এমনকি প্রিন্ট কপি দেখার জন্য শত অনুরোধ করলেও তা আমাকে দেখায়নি। এদিকে উক্ত ইউনিয়নের সব ওয়ার্ডে নির্বাচনের ফলাফল ঘোষণা হলেও ৬ নং ওয়ার্ড হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএম এর যান্ত্রিক ত্রুটির কারনে ফলাফল ঘোষণা করতে না পেরে মধ্যে রাতে ফলাফল ঘোষণা স্থগিত করেন সেখানকার প্রিজাইডিং অফিসার । এর ফলে প্রার্থীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এছাড়াও ৫নং ভোট কেন্দ্র এবং ৯ নং ভোট কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ইভিএম বিরম্ভনাসহ নানাবিধ অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। যারা ইভিএমের বাটন চাপতে পারে না তাদের পরতে হয়েছে বিরম্বনায়। স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দীন ঢালী বলেন, ইভিএম বিরম্ভনায় অনেকে ভোট দিতে পারেনি, এছাড়াও রহস্যজনক কারনে ৬ নং কেন্দ্রের ফলাফল ঘোষণা না করে ইভিএমের যান্ত্রিক ত্রুটির অযুহাত দেখিয়ে ফলাফল স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং। ফলাফল ঘোষণা করা হলে আমি নিশ্চিত বিজয় হইতাম। আমি পুনরায় ভোটগ্রহণের দাবী করছি। এ বিষয়ে জানতে হিজলা উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, ইভিএমের যান্ত্রিক ত্রুটির কারণে ধুলখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য নির্বাচন কমিশনের পাঠিয়েছি দ্রুত একটি সিদ্ধান্ত আসবে বলে আশা করি।
|