রাঙ্গাবালীতে ইউএনডিপি এর আওতায় লজিক প্রকল্পের উদ্যোগে সমন্বয় সভা
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ইউএনডিপি এর আওতায় লজিক প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায় CRF সুবিধা ভুগিদের সহায়তা পরিসেবা নিশ্চিত করার লক্ষে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃমাশফাকুর রহমান এর সভাপতিত্বে রাঙ্গাবালী উপজেলা হল রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃজহির উদ্দিন আহম্মেদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ খালিদ বিন ওয়ালীদ।এ সমন্বয় সভার সঞ্চালনায় ছিলেন, DCCC মোসাঃশাহানীন মোশরেফা। এছাড়া ও উপস্থিত ছিলেন,লজিক প্রকল্পের DCFC মোসাঃফেরদৌস আরা উর্মী,লজিকের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃনাজমুল আলম,রাঙ্গাবালী উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ ইলিয়াস মিয়া,রাঙ্গাবালী উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোটার ও ৭১টিভির প্রতিনিধি মোঃকামরুল হাসান,দৈনিক আমার সংবাদ এর রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃমনিরুল ইসলাম, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজী আঃমান্নান,বড়বাইশদিয়া ইউপি চেয়ারম্যান মোঃফরহাদ হোসেন, মৌডুবী ইউপি চেয়ারম্যান মোঃরাসেল মাহমুদ, রাঙ্গাবালী উপজেলা কর্মকর্তা ও কর্ম এলাকার CMF গন অংশগ্রহণ করেন।
|