খানসামায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারে বাড়ি প্রদান ও ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার ৫ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর ও ১০ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এরপর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন “বঙ্গবন্ধু আইসিটি সেন্টার” এর ভিত্তি স্থাপন এবং ভার্চুয়ালী উপজেলার ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। শেষে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী’র মা রাবেয়া বেওয়াকে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধীজন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |