রাঙ্গাবালীতে ব্র্যাকের উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলফ) এর আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ এপ্রিল) বেলা এগারো টার সময় উপজেলা পরিষদ হলরুমে নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম বাঁধা, যা প্রতিরোধে আরো কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিস্ট্রার, ধর্মীয় প্রতিনিধি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃজহির উদ্দিন আহম্মেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানা ওসি তদন্ত আবদুল সালাম মোল্লা। এ-সময় আরও উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলফ) এর খুলনার জোনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে,বরিশালের ডেপুটি ম্যানেজার নিত্যানন্দ শীল। এবং সঞ্চালনায় পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক মোসাঃমলি বেগম। সমন্বয় সভায় ব্যক্তারা বলেন বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি। এ ব্যধি থেকে পরিত্রাণের একমাত্র উপায় জনসচেতনতা বৃদ্ধি করা এবং নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলা। সমন্বিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেন, রাঙ্গাবালী ব্র্যাকের ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মকর্তা মোঃ মনজুর রহমান।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |