ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত
|
![]() শারমিন চৌধুরী স্টাফ রিপোর্টার:- রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় না এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম সরিন খানম (১৯) । নিহত নাসরিন খানম রাজধানীর দক্ষিণ গোরান এলাকার বাসিন্দা মো: শিপনের স্ত্রী। আহত শিপন পেশায় একজন লেদমিস্ত্রী। জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ময়লার গাড়ি। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার স্বামীও আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছা: সোনিয়া পারভীন জানান, দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করে পুলিশ। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো জানান, হতাহতদের উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ নিয়ে গেছেন স্বজনরা। উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গত কয়েক মাসে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |