কুয়াকাটায় স্থাপিত কলেজটি প্রতিষ্ঠায় কারিগরি শিক্ষার আলো ফিরবে
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ দেশের উন্নয়নের দিগে মিলাইলে দেহা যাইবে… কলেজ প্রসঙ্গে কুয়াকাটা স্থানীয় ভ্যাচালক জয়নাল গাজী (৫০) বলেন, মোগো বয়সী পৌরসভা এলাকার বেশি মানষের কলেজে পড়ার কফাল অয়নাই। তয় অ্যহোনগো যে মেয়র সাব উনি একটাএলার ছেলেমেয়েদের লইগা পড়াশোনার ব্যবস্থার দিকে সবের কাম হরছে। মোগো বয়সী আগেকালের লোক তালপাতায় লেখছি তহন আশেপাশের কোনো এলাকায় একটা কলেজও আছেলেনা, আর এহন পর্যন্ত মোগো থানার মধ্যেও কোনো কারিগরি কলেজ নাই! এইডা দেশের উন্নয়নের দিগে মিলাইলে দেহা যাইবে মেলা আগেই এই কলেজডা কুয়াকাঠা উডানোর দরকার আছিল। কিন্তু মোগো এলাকায় এই মেলা বছরের হেই আশা পূরণ করতে মেয়র সাব যে মহান উদ্যোগ নেছে এইডা উঠানো অইলেই মোগো এলাকার পোলাপানে শিক্ষিত অইবে। আমাগো মেয়ের মহোদয়রে দাবী করমু যেন তারাতাড়ি মোগো সাগরপাড়ের মানুষের লইগা এই কলেজ উঠাইতে পরে দেশের সরকারেকেও এই কলেজটাকে উঠাইতে দেওয়ার জন্য সুনজরে আমলে নেয় এইডাই মোগো প্রাণের চাওয়া ও দাবী। এ-ই প্রথম উপকূল অঞ্চল কুয়াকাটা পর্যটন কেন্দ্রে প্রস্তাবিত “কুয়াকাটায় সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট” (কারিগরি) কলেজটি প্রতিষ্ঠা করা হলে বদলে যাবে আঞ্চলিক শিক্ষার গঠন ব্যাবস্থা। মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভা ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া গ্রামে (প্রস্তাবিত) এটিই কারিগরি প্রথম কলেজ স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে কুয়াকাটা পৌরসভার বর্তমান নির্বাচিত মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। গাজী মোঃ হানিফ (৪২) বলেন, আমাদের প্রত্যাশা থাকে যে, কুয়াকাটা উপকূলের ভবিষ্যৎ প্রজন্ম এই কলেজটি থেকে শিক্ষা গ্রহণ করে বিকশিত হয়ে দেশ ও সমাজের সামঞ্জস্যতা বজায়ে পবিত্র ভূমিকা রাখবে। আমরা দ্রুত এই কলেজটিকে প্রাতিষ্ঠানিকতার কার্যক্রম এবং পাঠদানের ব্যাবস্থার জন্য অতীত জরুরি প্রতিষ্ঠা করনে স্থাপনের চলমান কাজ শেষ করে এ অঞ্চলের নবপ্রজন্মেকে উপহার দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় বাসিন্দা মোঃ আবুবকর হাওলাদার (৪২) জানিয়েছেন যে, উপকূলের কুয়াকাটা পৌরসভায় ”কুয়াকাটা সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট” কলেজ স্থাপনের উদ্যেগটিকে আমাদের এই উপকূল অঞ্চল ভিত্তিক কারিগরি শিক্ষা খাতে আশার বাতিঘর হিসেবে দেখছি। সতন্ত্র পদপ্রার্থী মেয়র আনোয়ার হোসেন হাওলাদার কুয়াকাটা পৌর বির্বাচনী ইশতেহার হিসবে যে দুটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন ছিল তার একটি বাস্তবে নির্বাচনীর একবছরের মধ্যে স্থাপনের প্রতিষ্ঠার কাজ শুরু করেছে। এই কলেজ স্থাপনের জন্য বর্তমান কুয়াকাটা পৌর মেয়র যে উদ্যেগ গ্রহণ করেছেন; এই প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিকতার রূপ পেলে আমাদের উপকূল অঞ্চলের পর্যটন কেন্দ্রের মানুষের জন্য একটি অন্যতম প্রাপ্তি হবে; যদি প্রস্তাবিত কলেজটির প্রাতিষ্ঠানিকতা গঠন করে পাঠদান কার্যক্রম শুরু করা হয় তবেই আমাদের উপকূল কুয়াকাটা পৌরসভার মানুষের দীর্ঘ বছরের প্রত্যাশা পূরণ হবে। কুয়াকাটা পৌর এলাকাসহ মহিপুর থানাধীন বিভিন্ন ইউনিয়নের একাধিক বাসিন্দারা মনে করছেন যে শিক্ষাদানে প্রসার ঘটাতে এই কলেজটির প্রতিষ্ঠা এবং দ্রুত শিক্ষা পাঠদান কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্টদের। কুয়াকাটা পৌর ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইয়াসিন (৩৪) বলেন, উপকূলের অধিকাংশ মানুষের শিক্ষা অগ্রগতির বুনিয়াদ; যুগের পরিবর্তনে কুয়াকাটা পর্যটন নগরীর উন্নয়নে এই কলেজটি আরো একটি অধ্যায়ের সূচনা হবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |