নিজস্ব প্রতিবেদক:
বাবা ও মাকে রক্ষা করতে অবশেষে থানা এসে আত্মসমর্পন করেছেন যুবলীগ নেতা আসাদ আকন (৩০)। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মহল্লার।
জানা গেছে, পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি পৌর এলাকার দিয়াশুর মহল্লাহর বাসিন্দা রুমান আকনের ছেলে যুবলীগ নেতা আসাদ আকন। মামলা দায়েরের পর পুলিশের গ্রেফতার আতঙ্কে আসাদ আত্মগোপন করেন। থানা পুলিশ আসাদকে না পেয়ে সোমবার রাতে তার বাবা ও মাকে বাড়ি থেকে থানায় নিয়ে আসে। খবর পেয়ে বাবা ও মাকে রক্ষা করতে মঙ্গলবার সকালে যুবলীগ নেতা আসাদ থানায় এসে আত্মসমর্পণ করেন।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে আসাদ আকন তার ১০/১২ জন সহযোগীকে নিয়ে পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের ডিজিএম জুলফিকার হায়দার চৌধুরীর অফিস কক্ষে প্রবেশ করে। এসময় বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চেয়ে আসাদ ডিজিএম’র ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ ঘটনায় ডিজিএম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
আসামিকে না পেয়ে তার বাবা ও মাকে আটকের অভিযোগ অস্বীকার করলেও মঙ্গলবার সকালে আসাদ আকনের থানায় এসে আত্মসমার্পনের সত্যতা স্বীকার করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।###
সংবাদটি পঠিত : ১৩৭
৩০