ইউপি চেয়ারম্যানের হাতে শিক্ষক লাঞ্ছিত
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান আবারও তারিকুল ইসলাম সুজন নামে এক স্কুলশিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তবে লোকলজ্জার ভয়ে ওই স্কুলশিক্ষক এখন গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় বিচ্ছিন্ন রাঙ্গাবালী শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার বিকালে রাঙ্গাবালী উপজেলা শহরের বাহের চরবাজারে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম নেতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন স্কুলশিক্ষক মো. তারিকুল ইসলাম সুজন। তিনি চেয়ারম্যান প্রার্থী মামুন খানের পক্ষের লোকদের জালভোট দিতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হন তিনি। এ সময় তার স্ত্রীর সঙ্গে ওই শিক্ষকের বাকবিতণ্ডাও হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকালে শতশত মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্টকার্ড নিতে আসা এক আত্মীয়ের সঙ্গে সুজনের ওপর চড়াও হন ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান মামুন খান। কোনো কিছু বুঝে ওঠার আগেই শিক্ষক সুজনকে চড়থাপ্পড় কিলঘুষি দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তারিকুল ইসলাম ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটির শিক্ষক। একজন চেয়ারম্যান এভাবে প্রকাশ্যে শতশত মানুষের সামনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় উপস্থিত সবাই হতবাক হয়ে যান। পরে উপস্থিত লোকজন শিক্ষক সুজনকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান। সন্ধ্যার পর আবার আলোচিত সেই চেয়ারম্যান এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ওই স্কুলশিক্ষককে শাসিয়ে দেন। ঘটনার সত্যতা স্বীকার করে হামলার শিকার ওই স্কুলশিক্ষক বলেন, চেয়ারম্যান কেন আমার সঙ্গে শতশত মানুষের সামনে এ ধরনের ঘটনা ঘটাল তা আমার জানা নেই। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, বর্তমান সমাজে আমরা যারা সুশীল সমাজের আছি, তাদের মানসম্মান নিয়ে টিকে থাকা এখন দায় হয়ে পড়েছে। ঘরের মধ্যে লুকিয়ে থাকা ছাড়া আমাদের আর উপায় নেই। চেয়ারম্যানের লোকজন রাতে বাসায় এসে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করা এবং বাসার বাইরে না নামার জন্য হুমকি দিয়ে যায় বলেও জানান তিনি। স্কুলশিক্ষককে মারধরের ব্যাপারে ইউপি চেয়ারম্যান মামুন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা তো ভাই রাজনীতি করি, আমাদের অনেক প্রতিপক্ষ ও শত্রু আছে। এটি তাদের প্রোপাগান্ডা। এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগেও এই ইউপি চেয়ারম্যান মামুন খান তার ইউনিয়নের তসলিম নামে এক মাদ্রসা শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |