বেতাগীতে মৎস্য খামারের খনন কাজের উদ্বোধন
|
![]() বেতাগী (বরগুনা) প্রতিনিধি :- বেতাগীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে একটি সন্বনিত মৎস্য খামার প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুন উদ্যোক্তা মো: নুরুজ্জামান আকন। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার (২৫ মার্চ) সকাল সারে এগারটায় উপজেলার গড়িয়াবুনিয়া গ্রামে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ৫০ একর জমির উপর প্রতিষ্ঠিত আকন মৎস্য খামারের আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। বিবিচিনি ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়নের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উদ্যোক্তা মো: নুরুজ্জামান আকন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন গাজী, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খলিফা, রানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আলমগীর হোসেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলি আহম্মেদ, বিবিচিনি ইউনিয়ন যুবলীগর সাধারণ সম্পাদক জুয়েল গাজী, সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন, সদর ইউনিয়ন যুবলীগর সাধারণ সম্পাদক মনির হোসেন খলিফা। তরুন উদ্যোক্তা মো: নুরুজ্জামান জানান, নিজের স্বনির্ভরতা অর্জণের পাশাপাশি স্থানীয় ভাবে আমিষের চাহিদা পূরণ, বেকারদের কর্মসংস্থান , তরুনদের উৎসাহ প্রদান এবং সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ৫০ একর জমি উপর ক্ষুদ্র আকারের খামারটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও আগামীতে পরিধি আরও বৃদ্ধি করে মৎস্য চাষের পাশাপাশি গরু, ছাগল, হাঁস ও মুরগী পালন করা হবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |