২০ বছর পর ধরা পড়লো হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি
|
![]() আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
২০ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা।
শুক্রবার (২৫ মার্চ) সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার তাকে ঢাকার ভাটরা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার আনোয়ার হোসেন (৫৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ফকিরপাড়ার) জসিম উদ্দীনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ২০০০ সালে ফুলবাড়ী থানায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের রায়ে আনোয়ার হোসেনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন আদালত। ঘটনার পর থেকে প্রায় ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে ঢাকার ভাটরা থানা পুলিশের সহায়তায় ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ীতে আনা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |