২৬ জুন বরিশাল জেলায় নতুন করে ৩৯ জন করোনা আক্রান্ত
|
![]() শফিউর রহমান কামাল ঃ
আজ ২৬ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ৩৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৩৯ জন সহ অদ্যাবধি এ জেলায় ১৩৭৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ২৬ জুন এ জেলায় করোনা আক্রান্ত কোনো ব্যক্তি সুস্থতা লাভ করেননি। অদ্যাবধি এ জেলায় মোট ২৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ ২৬ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। আজ ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ০৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ০২ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ০২ জন, মুলাদী, উজিরপুর ও সদর প্রত্যেক উপজেলার ০১ জন করে ০৩ জন সহ মোট ১০ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ ও গৌরনদী প্রত্যেক উপজেলার ০১ জন করে ০৪ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলি এলাকার ০৫ জন, শিকদার পাড়া এলাকার ০২ জন, আলেকান্দা, কালুশাহ সড়ক, স্ব-রোড, বিএম কলেজ রোড, আমির কুটির, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ০১ জন করে ০৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৩ জন সদস্য, র্যাব-৮ এ কর্মরত ০২ জন, ব্যাংকে কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৩ জন নার্স, ০১ জন চিকিৎসক, সদর উপজেলাধীন ০২ জনসহ মোট ২৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৪৭ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১০৮০ জন, উজিরপুর উপজেলায় ৫৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৩৭ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২৬ জন, হিজলা উপজেলায় ১২ জন, বানারীপাড়া উপজেলায় ৩২ জন, মুলাদী উপজেলায় ৩১ জন, গৌরনদী উপজেলায় ৪৪ জন, আগৈলঝাড়া উপজেলায় ১৫ জন করে মোট ১৩৭৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২২ জুন তারিখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অদ্যাবধি জেলা প্রশাসনের ০২ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। গত ২২ জুন তারিখে হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০১ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ০২ জন ইউনিয়ন পরিষদ সচিব, বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের ০১ জন গাড়িচালকসহ অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৫ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। আজ শনাক্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৩ জন নার্স, ০১ জন চিকিৎসকসহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১৮৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |