নিজস্ব প্রতিবেদক:
ইয়াবাসহ দুই কারারক্ষীকে আটক করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজনকে কারা কর্তৃপক্ষের জিম্মায় ও অপরজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার চরকাউয়া জিরো পয়েন্ট এলাকা থেকে নাঈম হোসেন ও হাসনাইন নামের দুইজনকে আটক করা হয়। এসময় নাঈমের কাছ থেকে তিন পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃতরা কারারক্ষী হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন। এ ঘটনায় নাঈমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং হাসনাইনকে কারা কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, নাঈমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্ত করা হবে। পাশাপাশি হাসনাইনের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি পঠিত : ১৩৭
২২