হলুদ ও অপ-সাংবাদিকতা উন্মোচনে (কুয়াকাটা মাল্টিমিডিয়া’র) নাটক মুক্তির আগেই ভাইরাল
|
![]() নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী) দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রচারিত ইউটিউব চ্যানেল (কুয়াকাটা মাল্টিমিডিয়ার) এবার দেশে হলুদ সাংবাদিকদের অপকর্মের দিক নিয়ে সাদ্দাম মাল’র রচনার চলমান শুটিংয়ের একটি ছবি প্রকাশিত হওয়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে বয়ে গেছে নানা মন্তব্যে যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পরে। জানা যায়, শনিবার (১৯ মার্চ) ‘দৈনিক ইন্তেকাল’ নামের এই নাটকটির শুটিং শুরু হলে মূল চরিত্রের অভিনয়ের একটি প্রেস কার্ড ফেসবুকে প্রকাশ করে ঐ পরিবারেরর অভিনেতা মোঃ মিলন। প্রেস কার্ডের ছবিটি সাথে সাথে নেট দুনিয়ায় ভাইরালের মধ্যেই নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে যা মিডিয়া পাড়ায় ও বিরাজমান রয়েছে এ বিষয়টি। মিডিয়া কর্মীদের মধ্যেও অনেক সিনিয়র ব্যক্তিরাও এটিকে ইতিবাচক চিন্তা করে ফেসবুকে পোস্ট দিছেন। ইতো মধ্যে স্থানীয় সাংবাদিকও রিলিজ হওয়ার আগেই এই নাটকের ভিতরের খবর নিয়ে যা পজিটিভ হবে এমনটাই মতামত দিয়েছেন। যা মূলধারার সাংবাদিকদের মান অক্ষুন্ন থাকবে এমটাই নাটকের প্রধান চরিত্রে পাওয়া যাবে। এর আগেই নাটকটির এমন বিষয়টিকে ৯৫ শতাংশ সাধারণ মানুষ পজিটিভ হিসেবে দেখছেন। ইতোমধ্যে দেশের সাংবাদিক মহলে এই নাটকটির সাংবাদিকতার পেশাগত দায়বদ্ধতায় ইতিবাচক এবং নেতিবাচক দুইধরনের প্রভাব পরতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুয়াকাটা মাল্টিমিডিয়ার অভিনেতা নাসির হোসাইন বলেন, গলায় প্রেস কার্ড ঝুলিয়ে মাত্র একশত টাকার বিনিময়ে সমস্যা সুরাহা করে দেন সাংবাদিকতার নামে! এমন হলুদ সাংবাদিকদের সমাজের মধ্যে মুখোশ উন্মোচনে আমরা এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশের চলমান প্রেক্ষাপট উপস্থাপনে এই গল্পটির নির্মাণ। আমরা সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে প্রতিটি গল্প নিয়ে কাজ করছি। আমরা সবসময় দেশ ও দেশের মানুষের কাছে নির্মিত প্রতিটি গল্পেই পজিটিভ বার্তা পৌঁছে দিতে চাই আমাদের এই অভিনয়ের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, কুয়াকাটা মাল্টিমিডিয়া আঞ্চলিক সমসাময়িক ঘটনা নিয়ে চলমান নাটকের শুটিংয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই বিভিন্ন এলাকা থেকে আমাদের ফ্যানসহ আঞ্চলিক সামাজিক ব্যক্তিবর্গ অপ-সাংবাদিকতার বর্তমান যে কর্মকান্ড বিদ্যমান তা তুলে ধরে করছেন নানা মন্তব্য। এটি আমাদের সমাজের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল। আমাদের মূল উদ্দেশ্য সমাজ থেকে অনৈতিকতা পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করা। এখানে আমরা প্রকৃত সাংবাদিকের মান সমুন্নত রেখেই কাজ করছি। কেউ যাতে আমাদের নাটকটিতে বিভ্রান্ত না হয় সেই অনুরোধ থাকবে। সাংবাদিকরা সমাজের দর্পন এবং জাতির বিবেকের মর্যাদায় সমুন্নত রেখেই এমন নাটকটির কাজ করছি। কুয়াকাটা মাল্টিমিডিয়ার অভিনেতা মোঃ মিলন বলেন, শুধুমাত্র দেশের অপ-সাংবাদিকতা রোধে আমাদের গল্প; যাতে করে বিষয়টি নাটকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরতে পারি। তিনি উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ কার্ড সাংবাদিকধারীদের প্রতারণায় অতিষ্ঠ হয়ে গেছে! তাই আমরা এই গল্পটি নিয়ে কাজ করছি। আমরা চাই প্রকৃত সাংবাদিকদের সম্মান বজায় রেখে এই গল্পটি দর্শকদের কাছে উপহার দিতে। এ বিষয় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দিন (বিপ্লব) বলেন, হলুদ সাংবাদিকদের নিয়ে বহুধরনের আন্দোলন সংগ্রাম চলে দেশের বিভিন্ন ফোরামে, তবে এই নাটকের গল্পটিতে যদি এসব তুলে ধরা হয় আমি মনে করি সকলের এ বিষয়ে সাধুবাদ জানানো উচিৎ।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |