রাঙ্গাবালীতে হালিমা খাতুন মহিলা কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী পটুয়াখালী, প্রতিনিধি অধ্যক্ষ নুরে আলম বিপ্লবের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে রাঙ্গাবালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের প্রভাষক ও ছাত্রীরা বৃহস্পতিবার (১৭ মার্চ) রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ ও ছাত্রীরা। পরে তারা সকাল ১০টার দিকে উপজেলা হল রুমে রাঙ্গাবালী উপজেলা প্রগ্রামে যোগ দেন।এবং বিভিন্ন প্রাইমারী স্কুলে ছোট ছোট শিশুদের নিয়ে রাঙ্গাবালী উপজেলা হল রুমে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃমোঃজহিরুল আহম্মেদ, রাঙ্গাবালী নির্বাহী অফিসার জনাব মাশফাকুর রহমান,রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেওয়ান জগলুল হাসান,সহকারী শিক্ষা অফিসার গোলাম দস্তগীর সগীর হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরে আলম বিপ্লব,রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এসময় রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দন আহম্মেদ বলেন, বাংলা ও বাঙ্গালীর মুক্তির জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনের মুখেও তিনি কখনও পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে মাথা নত করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান। তার কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।বঙ্গবন্ধু কখনোই আন্যায় এর সাথে আপোষ করে নাই।মাথানত করেন নাই বলে তাকে ঘাতকদের হাতে জীবন দিতে হয়েছে।আমি তার রুহের মাগফেরাত কামনা কর।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |