মেহেন্দিগঞ্জে মৎস্য , নৌ-পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে আটক জেলেদের জেল- জরিমানা
|
![]() মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:- ঝাটকা ইলিশ সংরক্ষণ অভিযানে মেহেন্দিগঞ্জের মেঘনা নদী থেকে ২৬জন জেলেকে আটক করে জেল জরিমানা দেওয়া হয়েছে। সোমবার যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিস, নৌ-পুলিশ ও কোষ্টগার্ড। আটক ১৭ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। ২ জনকে নিয়মিত মামলায় চালান দেওয়া হয় এবং ৭ জন জেলে অপ্রাপ্ত বয়স্ক শিশু হওয়ায় মুচলেকা মুলে তাদের অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। উপজেলা মৎস্য অফিসের পক্ষে মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান মুরাদ, কোষ্টগার্ডের পেটি অফিসার মোঃ আঃ রহমান, নৌ পুলিশের ইনচার্জ মোঃ ফারুক হোসেন ও এস আই মজিবর রহমান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার (৭মার্চ) মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ২লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ২টি নৌকা, ৪০ কেজি জাটকা জব্দ করা হয়। ১৭ জন জেলের মাথাপিছু ৫ হাজার টাকা হারে জরিমানা করা হয়, জব্দকৃত জাল আগুনে পোড়ানো হয় এবং একটি ইঞ্জিন চালিত নৌকা বিনষ্ট করা হয়। মেহেন্দিগঞ্জের ইউএনও মোঃ নুরুন্নবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এ সময় শুনানিতে অংশ গ্রহণ করেন মৎস্য অফিসার মোঃ কামাল হোসেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |