ধামরাইয়ে ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা
|
![]() মোঃ আমিনুর রহমান স্টাফ রিপোর্টার ধামরাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ মার্চ) বিকালে ধামরাই উপজেলা আ’লীগ,পৌর আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে মুন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আ’লীগের সিনিঃ সহ-সভাপতি মোঃ মাসুম খানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আ’লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা,এমপি সাহেবের পিএস মোঃ সামছুর রহমান সহ উপজেলা ইউনিয়ন ও পৌর আ’লীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
|