পটুয়াখালীর লোহালিয়া নদীতে নিখোঁজের ৩ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল,পটুয়াখালী। বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পটুয়াখালীর লোহালিয়া নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা শিক্ষার্থী ইজাজুলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার সকাল দশটায় আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রাম সংলগ্ন নদীর মাঝ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। মৃত ইজাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কল্লা গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে। উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বলইকাঠি গ্রামের বন্ধুর বাড়িতে বেড়াতে আসে ইজাজুল(২২), ইব্রাহিম খলিল ও মাসুদ খান। দুপুরে ওই তিন বন্ধুসহ ওই এলাকার ৭/৮ জন একসঙ্গে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে সাতরে ওপারে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্রোতের টানে ভেসে যায় ইজাজুল। পরে ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ড ইজাজুলকে উদ্ধারে অভিযান চালিয়ে মৃত দেহ উদ্ধার করে। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |