পটুয়াখালীর সমুদ্র সৈকতে আবারো হাজার হাজার মৃত জেলিফিস
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী:- পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার জেলিফিস। গতকাল সন্ধ্যায় সৈকতরে গঙ্গামতি পয়েন্টে এসব জেলিফিস ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে সৈকতের বালুতে আটকা পরে এসব জেলিফিসের মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। জেলিফিসগুলো কোনটা দেখতে চাঁদের মতো আবার কোনটা দেখতে অক্টোপাসের মতো। তবে বর্তমানে এসব জেলিফিস পঁচে সৈকতে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই জেলিফিসের মৃত্যুর রহস্য উন্মোচন ও সৈকত থেকে অপসারনের দাবি জানিয়েছেন পর্যটকরা। এর আগে বেশ কয়েকবার সৈকতে শত শত মৃত জেলিফিস ভেসে আসলেও সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত জান্তে পারেনি মৎস্য বিভাগ। এবিষয়ে কলাপাড়া উপজেলো সিনিয়র মৎস্য কর্তকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রানী স্রোতের উল্টো চলতে পারেনা। তবে এসব জেলিফিস কি কারনে ভেসে এসেছে সেটা নিশ্চিত করতে পারেননি তিনি।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |