বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
|
![]() বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: জেলার বিরামপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মো.দেলোয়ার হোসেন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকগণ ওই ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার কসবাসাগরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তি ওই গ্রামের দসিমুদ্দিন এর ছেলে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সোলায়মান হোসেন মেহেদী বলেন,‘গায়ে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গত তিনদিন আগে চিকিৎসা নিতে আসেন মো.দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি। ওই দিন সে চিকিৎসা না নিয়ে স্বাস্থ্যকমপ্লেক্স থেকে পালিয়ে যায়। আজ শুক্রবার বিকেলে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন,‘ শুক্রবার রাতে ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিভাগের নিয়ম আনুযায়ী মৃত ব্যক্তিকে জানাযা করা হয়েছে। তিনি বলেন,‘উপজেলায় এ পর্যন্ত ৫৯ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৮ জন সুস্থ্য হয়েছেন। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |