ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
|
![]() আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মচারী, মুক্তিযুদ্ধ চলাকালিন সময় দেশের জন্য নিবেদিত প্রাণ, জাতীর অহংকার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন সরকার (৭৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সরকারী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের উপস্থিতিতে দিনাজপুর জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন সরকারকে গার্ড অব অনার প্রদান করেন। সার্বিক সহযোগিতায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলামসহ ফুলবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তিনি ডায়াবেটিক ও হার্ডসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ জন ছেলে ও ৪ জন মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |