গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় রড দিয়ে পিটিয়েছে মালিক
|
![]() জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী) পটুয়াখালীর:- গলাচিপায় পাওনা টাকা চাওয়াতে রড দিয়ে পিটিয়ে আহত করেছে ছাপাখানার মালিক ফিরোজ মাস্টার। ঘটনাটি পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের মহাফেজ পোল সংলগ্ন হাওলাদার অপসেট প্রিন্ট ছাপাখানায় ১’লা মার্চ মোঙ্গলবার আনুমানিক সকাল সারে নয়টার দিকে এঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বরগুনা জেলার লাকুরা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে জামাল দীর্ঘদিন পর্যন্ত হাওলাদার অপসেট ছাপাখানার মেশিন অপারেটর হিসেবে জামাল হোসেন (৪০) তের হাজার টাকায় মাসিক বেতনে চাকুরি করে আসলেও, পিছনের পাওনা এক মাসের টাকা প্রিন্ট মালিক ফিরোজ মাষ্টারের কাছে চাইলে সে উত্তেজিত হয়ে রড দিয়ে পিটিয়ে মেশিন অপারেটর জামালের উপর অর্তকিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যায়। আহত জামাল বলেন, ফিরোজ মাষ্টারের কাছে প্রতি মাসের বেতন টাকা চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং সবসময় মারধরের হুমকি দেয়। আজকে পিছনের এক মাসের টাকা চাইলে সকালে আমাকে রডদিয়ে পিটেয়ে গুরুত্বর আহত করে। অভিযুক্ত ফিরোজ মাষ্টার বলেন, তার পাওনা টাকা দিয়ে বিদায় করে দিছি। সে এখান থেকে চলে গেছে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকাত আনোয়ার বেলেন, ঘটনা শুনেই পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |