হিলি স্থলবন্দরে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ করেছে কাস্টমস
|
![]() মোহাম্মদ লুৎফর রহমান, হিলি প্রতিনিধি:- দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত রাইস ব্র্যান্ড বোঝাই বাংলা ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ জব্দ করেছে হিলি কাস্টমস। রবিবার (২৭ ফেব্রুয়ারি) হিলি স্থলবন্দরে রাত ৮ থেকে অভিযান শুরু হয়। চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত, এসময় কাস্টমস সাঁড়াশি অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মদ ও ফেন্সিডিল জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম। হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যদের তথ্যের ভিত্তিতে হিলি কাস্টমসের কর্মকর্তারা স্থলবন্দরে টানা দুই ঘন্টা অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ভারত থেকে আমদানি করা রাইস ব্র্যান্ড বোঝাই তিনটি বাংলা ট্রাক থেকে ১১৬ বোতল ফেন্সিডিল, অফিসার চয়েস ৬৯ বোতল, রয়েল স্টেজ ৪ বোতল, ব্লিডার পাইপ ৯ বোতল জব্দ করা হয়েছে। কাউকে আটক করা যায়নি তবে ট্রাক গুলোকে জব্দ দেখানো হয়েছে।
|