উজিরপুরের সাতলায় ইউপি চেয়ারম্যান শাহিনের প্রচেষ্টায় উন্নয়নের ছোয়া
|
![]() উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারের অক্লান্ত পরিশ্রম আর সময় উপযোগী মেধা ও দক্ষতায় অল্প দিনের মধ্যে ইউনিয়নে রাস্তা-ঘাট, স্কুল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নের ছোয়া লেগেছে। এছাড়া তিনি মানুষের সুখে দুখে পাশে থেকে নিরলসভাবে সেবা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌছেছে। এর মধ্যে ওই ইউনিয়নবাসীর বহু দিনের স্বপ্ন সাতলা ঐতিহ্যবাহী ইদগাহ ময়দানের ঢালাই কার্যক্রমে প্রায় ৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মানে তিনি অনন্য অবদান রেখেছেন।শিবপুর খেয়াঘাটে ব্যয়বহুল পাকা ঘাটলা নির্মান করেন। এছাড়াও ইউনিয়নের প্রতিটি বেহাল দশা রাস্তা সংস্কারেও তার অবদানের কমতি নেই। শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতেও তিনি প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন। রাজাপুর জরাজীর্ণ ব্রীজের মেরামত কার্যক্রমে নিজস্ব অর্থায়নে করেছেন। এদিকে না বললেই নয় সাতলায় পূর্বের তুলনায় জমি বিরোধে মামলা অনেক কমে গেছে।পরিষদে শালিষ ব্যবস্হার মাধ্যমে সমস্যার নিরসন করে যাচ্ছেন তিনি। আর মাদকের সাথে আপোষহীন নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। গরীব অসহায় মানুষরা শেষ আশ্রয়স্হল খুজেঁ পেয়েছেন। ইতিমধ্যে তিনি মানবিক চেয়ারম্যান হিসেবে গন্য হয়। যুব সমাজের অহংকার ইউপি চেয়ারম্যান শাহিন। তিনি ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংঘঠিত রেখেছেন। চেয়ারম্যান সার্টিফিকেটসহ পরিষদের সকল কার্যক্রমে মানুষকে এখন আর বেগ পেতে হয়না। সহজেই সকল সেবা পাচ্ছেন জনগণ। এছাড়াও তিনি মহামারি করোনার টিকা কার্যক্রমে পরিদর্শন করেন। মানুষের সুযোগ সুবিধা দেয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।পরিষদের সকল সদস্যরা তার আদর্শকে অনুসরন করে স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে নিরলসভাবে জনসেবায় নিয়োজিত থাকার আশাবাদ ব্যাক্ত করেন স্বনামধন্য ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার। এক প্রধান শিক্ষক বলেন শাহিন চেয়ারম্যান এভাবে উন্নয়নের রুপকার হয়ে সেবা এবং উন্নয়ন মূলক কাজ অব্যাহত থাকলে অচিরেই সাতলা ডিজিটাল ইউনিয়নে রুপান্তিরিত হবে।
|