কৃষিযান ট্রাক্টর যখন রাস্তার দানব
|
![]() সফিকুল ইসলাম রানা মতলব প্রতিনিধিঃ
মতলব উত্তরে আপামর জনসাধারণের জীবনে হুমকি হয়ে দাঁড়িয়েছে। কৃষির উন্নয়নে এসব ট্রাক্টর আমদানি করা হলেও মালিকরা এগুলো ব্যবহার করছে ভাটার মাটি, ইট, বালু ইত্যাদি মালামাল পরিবহনের কাজে। বেপরোয়াভাবে এটি সবচেয়ে বেশি ব্যবহার করছে উপজেলা জুড়ে। সনদবিহীন চালকেরা বিশালাকৃতির চাকাওয়ালা ট্রাক্টরগুলো বেপরোয়াভাবে চালাচ্ছে রাস্তায়। ফলে গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তবে এ ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই কর্তৃপক্ষের
সরেজমিনে পুরো উপজেলা এলাকাজুড়ে দেখা যায়, ট্রাক্টরগুলো রাস্তায় চলছে দানবের মতো। এর বড়-বড় চাকার কারণে কার্পেটিংয়ের রাস্তাগুলো ধূলোয় পরিণত হয়েছে। ট্রাক্টরের বেপরোয়া চলাচলে এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের। ট্রাক্টরের বেপরোয়া চলাচলে সবচেয়ে ঝুঁকিতে কোমলমতি ছোট ছোট শিশু ও এলাকার নারীরা। এখন স্কুল বন্ধ থাকায় কিছুটা চিন্তা মুক্ত শিশুদের নিয়ে।
ছেংগারচর পৌরসভার বাসিন্দা মো.ইকবাল গাজী বলেন, বেপরোয়াভাবে ট্রাক্টর ও ট্রলি চলাচল করায় রাস্তায় বের হয়ে সবসময় আতঙ্কিত হয়ে থাকি। কলাকান্দা ইউনিয়নের গৃহিনী মাজেদা বেগম ট্রাক্টর বন্ধের আকুতি জানিয়ে বলেন, চাকাওয়ালা এই গাড়ি চলাচলের কারণে আমরা ছেলেমেয়েদের একা ছাড়তে পারি না। বাড়ির পাশেই রাস্তা থাকায় আরো বিপদে আছি পাড়ার ভিতরেও গতি কম করেনা চালকগুলো। আমরা পাড়ার রাস্তায় চালাচল করতে পারছিনা নিশ্চিন্তে।
তবে অভিযোগ আছে কিছু অসাধু ট্রাক্টর ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জনে অপ্রাপ্ত বয়স্কদের হাতে তুলে দিচ্ছেন এসব দানব, ট্রাক্টর।
ইসলামবাদ ইউনিয়নের বাসিন্দা আল-আমিন বলেন, কোনো সময় এসব ট্রাক্টর মোটরসাইকেল সঙ্গে প্রতিযোগিতায় নামে পরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
একই ইউনিয়নের রাসেল বাবু বলেন, অপ্রাপ্ত বয়স্কদের হাতে কোন যানবাহন দেওয়া ঠিক হবে না। আর সেখানে শিশু শ্রমের ব্যাপারে সরকার গুরুত্ব দিয়েছে সেখানে প্রশাসনের আরো বেশি কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করি।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল জানান,বেপরোয়াভাবে ট্রাক্টর দিয়ে রাস্তা নষ্ট করতে না পারে এ ব্যাপারে সতর্ক করেছি ট্রাক্টর চালকদের।নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |