পটুয়াখালীতে ২৩ ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি মহান ভাষা আন্দোলনে অবদান রাখায় পটুয়াখালীর ২৩ জন ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। আজ সোমবার পটুয়াখালীর ঐতিহাসিক শহীদ আলাউদ্দীন শিশুপার্কে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষা সংগ্রামী পরিবারের স্বজনদের সম্মাননা স্মারক তুলে দেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ,জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন,জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর,প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স। এ সময় ভাষা সংগ্রামী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমদাদ আলী এডভোকেটের পুত্র এনায়েতুর রহমান এবং জয়নাল সিকদারের পুত্র তসলিম সিকদার। মঞ্চে একমাত্র জীবিত ভাষা সংগ্রামী আবুল হোসেন আবু মিয়া ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন জনতার সামনে। পরে ২৩ ভাষা সংগ্রামী স্বজনদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন প্রধান অতিথি। এর আগে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে তিনদিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন অতিথিরা।
|