কামরুজ্জামান বাঁধন ॥
পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহর ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। এসময় থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দীন সবুজ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ আজিজ মল্লিক,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, মির্জাগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আবুল বাসার নাসির হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন,সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ জলিল ও সুবিদখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
সংবাদটি পঠিত : ১৩৭
৫৮