ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
|
![]() কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থ ৬০ জনের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর একটায় কলাপাড়া উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে চেক বিতরণ করেন, পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। কলাপাড়া উপজেলায় পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও ডালবুগঞ্জ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মানে ক্ষতিগ্রস্থদের মাঝে ৩ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬শ‘ ৬২ টাকার চেক প্রদান করা হয়।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |